খবর সংগ্রহ করা
আওয়ার ইসলাম ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
শনিবার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক (নি.) মো. হাসানুজ্জামান দুই দিনের রিমান্ড শেষে কাজী ইব্রাহীমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
কাজী ইব্রাহীমের আইনজীবী আব্দুর রাজ্জাক জামিন আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধীতা করেন আদালতে সংশ্লিষ্ট থানা পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম।
গত ২৮ সেপ্টেম্বর ভোর রাতে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসা থেকে ইব্রাহীমকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এনটি